পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক চিত্র বদলে যাবে: অর্থমন্ত্রী

পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক চিত্র বদলে যাবে: অর্থমন্ত্রী

পদ্মা সেতু চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক চিত্র বদলে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু হওয়ার পর এই এলাকার অর্থনৈতিক অবস্থা পুরো পাল্টে যাবে। তখন সকল ছেলে-মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তিনি আরও বলেন, ১৫ থেকে ৫৯ বছর বয়সী সব মানুষই কর্মক্ষম। তাদের আরও প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে।
রোহিঙ্গাদের নজরদারিতে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ববর্তী

রোহিঙ্গাদের নজরদারিতে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে আলাপ ফখরুলের পরবর্তী

খালেদার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে আলাপ ফখরুলের

কমেন্ট