পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ

আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে পবিত্র হজে অংশ নিতে মিনা অভিমুখে যাত্রা শুরু করেছেন লাখ লাখ মুসল্লি। মক্কা থেকে হজের নিয়তে ইহরাম বেঁধে কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে কোরে মিনায় জড়ো হচ্ছেন। মক্কায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সৌদি সময় বেলা ১২টা ও বাংলাদেশ সময় দুপুর তিনটা থেকে। মুসলিমগণ ইহরাম করে মক্কা থেকে মিনা অভিমুখে যাত্রা মধ্য দিয়েই এই আনুষ্ঠানিকতার শুরু হবে। মুসলিমরা মিনার নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগীতে মশগুল থাকবেন এবং জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। একজন হজে অংশগ্রহণকারী বলেন, 'আল্লাহর রহমতে আজকে আমরা মিনায় অবস্থান করছি।' পবিত্র হজ পালনের নিয়ম অনুযায়ী মিনাতে রাত যাপনের মধ্য দিয়েই শুরু হবে হজের কার্যক্রম। এদিকে মিনাতে কোন ধরনের অসুবিধা ছাড়ায় অনেক মুসলমান উপস্থিত হয়েছেন, ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন তারা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুখ্যপাত্র মেজর জেনারেল মানসুর বলেন, 'আমাদের দায়িত্বের চেয়ে আমরা বেশি কিছু করতে প্রস্তুত। আমাদের সামর্থ্যে বিশ্বাস রাখুন।' মুসল্লিদের স্বার্থে রয়েছে অভিজ্ঞ হজ গাইড। মূলত তাদের তত্ত্বাবধানে হজের ধারাবাহিক কাজগুলো করতে পারছেন বলে জানিয়েছেন মুসল্লিরা।
ইমরানের ২১ সদস্যের মন্ত্রিসভা গঠন পূর্ববর্তী

ইমরানের ২১ সদস্যের মন্ত্রিসভা গঠন

পুতিনকে বিয়েতে দাওয়াত : বিপাকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী

পুতিনকে বিয়েতে দাওয়াত : বিপাকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

কমেন্ট