পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ফোন নিষিদ্ধ

পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ফোন নিষিদ্ধ

চলমান এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে যে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ করেছে সরকার। কাউকে যদি পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কিংবা কেন্দ্রের মধ্যে মোবাইল ফোনসহ পাওয়া যায় তাহলে তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে গত রোববার ‘জরুরি ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত’ এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউশি), সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক (ডিসি) এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এই নির্দেশ পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ‘পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীর আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ ও আসন গ্রহণ নিশ্চিত করা, উক্ত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কিংবা পরীক্ষা কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ গত ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীদের আবশ্যিকভাবে পরীক্ষার হলে প্রবেশ করে আসন গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছিলো। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, বর্ণিত সময়ের পরেও কিছু কিছু কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অনেকেই স্মার্টফোন নিয়ে ঘোরাফেরা করছে। অবশ্য জরুরি প্রয়োজনে কেন্দ্র সচিব সাধারণ মানের একটি মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন বলে শিক্ষা মন্ত্রণালয় বলে আসলেও সে ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিলেও কোনো লাভ হয়নি। এক পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর বিভিন্ন ফেইসবুক ও মেসেঞ্জার গ্রুপ থেকে পরের পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন চলছে নিয়মিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নফাঁস রোধে ইন্টারনেট ধীরগতিরও সিদ্ধান্ত নিয়েছিলো সরকার। অবশ্য সেই সিদ্ধান্ত গ্রহণের একদিন পর সোমবার (১২ ফেব্রুয়ারি) আবার তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বসন্ত বরণ পূর্ববর্তী

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বসন্ত বরণ

প্রশ্নপত্র ফাঁস: মোবাইল ইন্টারনেটের গতি কম রাখতে নির্দেশ পরবর্তী

প্রশ্নপত্র ফাঁস: মোবাইল ইন্টারনেটের গতি কম রাখতে নির্দেশ

কমেন্ট