পল্টিবাজরাই প্রকৃত নেতা : ইমরান খান

পল্টিবাজরাই প্রকৃত নেতা : ইমরান খান

যারা অবস্থা বুঝে 'ইউ-টার্ন' বা পল্টি দিতে পারেন তারাই প্রকৃত নেতা। যে নেতারা পল্টি দিতে পারেন না তারা প্রকৃত নেতা নন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ মন্তব্য করেছেন। ইউ-টার্ন বা পল্টি খাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন বেফাঁস মন্তব্য করেন ইমরান। নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের উদাহরণও দিয়েছেন ইমরান। ইমরানের অভিমত, রাজনীতিতে ‘ইউ-টার্ন’ অর্থাৎ পল্টি খাওয়াই উত্তম। সময় মতো পল্টি না খাওয়ার জন্যই হিটলার ও নেপোলিয়নকে যুদ্ধে হারতে হয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে আপস করার জন্য ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়ছেন ইমরান খান। যেসব প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনে জিতেছিলেন আর ক্ষমতায় আসার পর তিনি যা করছেন, তার মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি।
ব্রেক্সিট চুক্তি নিয়ে উত্তপ্ত যুক্তরাজ্য পূর্ববর্তী

ব্রেক্সিট চুক্তি নিয়ে উত্তপ্ত যুক্তরাজ্য

জ্বালানির মূল্যবৃদ্ধির পর ম্যাক্রোঁর জনপ্রিয়তায় ধস পরবর্তী

জ্বালানির মূল্যবৃদ্ধির পর ম্যাক্রোঁর জনপ্রিয়তায় ধস

কমেন্ট