পশুর হাটে কোনো ধরনের অনিয়ম হয়নি : ডিএমপি কমিশনার

পশুর হাটে কোনো ধরনের অনিয়ম হয়নি : ডিএমপি কমিশনার

রাজধানীতে ঈদের পশুর হাটগুলোতে সব ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি দাবি করেন, এবারের কোরবানি পশুর হাটে কোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা হয়নি। আজ মঙ্গলবার রাজধানীর সাবরেজিস্ট্রার অফিসসংলগ্ন কলোনি বাজারে স্থাপিত অস্থায়ী হাট পরিদর্শন করে এসব কথা বলেন ডিএমপিপ্রধান। ডিএমপিপ্রধান বলেন, হাটের ইজারাদাররাও নির্ধারিত মূল্যেই হাসিল আদায় করছেন। এ সময় হাটে গরু ব্যবসায়ীদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে কথা বলেন তিনি। সাংবাদিকদের কাছে এসে বেশ কিছু গরু ব্যবসায়ী অভিযোগ করেন, জোর করে তাঁদের গরু হাটে প্রবেশ করানো হয়েছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, অনিয়মের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাটের নিরাপত্তার পাশাপাশি রাজধানীবাসীর সব ধরনের নিরাপত্তা দিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রতিটি হাটে আমাদের পুলিশ ক্যাম্প রয়েছে। আমাদের মানি এসকর্ট ব্যবস্থা রয়েছে, কোনো কোনো জায়গায় সিসিটিভি দিয়ে আমরা এটা মনিটর করছি। অতিরিক্ত হাসিল আদায়ের কোনো ঘটনা পাওয়া যায়নি। এমনকি অজ্ঞান পার্টির কোনো অপতৎপরতা, একটা সিঙ্গেল ঘটনা ইনশাআল্লাহ ঢাকা মহানগরীতে ঘটে নাই। আমরা যাঁরা ক্রেতা এবং যাঁরা বিক্রেতা, সকলেরই নিরাপত্তা শতভাগ নিশ্চিত করেছি।’
আজ পবিত্র ঈদুল আজহা পূর্ববর্তী

আজ পবিত্র ঈদুল আজহা

ঈদের দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী

ঈদের দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

কমেন্ট