পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা রাজৈরে

পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা রাজৈরে

মাদারীপুরের রাজৈরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় পাঁচ পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা পাইকারী বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, টেকেরহাট শিমুলতলা পাইকারী বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় এবং সঠিক মূল্য তালিকা না থাকায় খোকন খালাসী, রিপন শেখ ও শফিকুল হাওলাদারকে পাঁচ হাজার করে জরিমানা করা হয়। এ ছাড়া চুন্নু হাওলাদার ও পলাশ মাতুব্বরের প্রত্যেককে তিন হাজার করে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে রাজৈর উপজেলা সদর ও টেকেরহাট বন্দরের অন্যান্য ব্যবসায়ীরা ১৫০ টাকা কেজি দামে পেঁয়াজ বিক্রি শুরু করে।
ট্রাকচাপায় এক নারী নিহত পূর্ববর্তী

ট্রাকচাপায় এক নারী নিহত

মুন্সীগঞ্জে বালুবাহী জাহাজ ডুবে ৩ শ্রমিক নিখোঁজ পরবর্তী

মুন্সীগঞ্জে বালুবাহী জাহাজ ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

কমেন্ট