পাকিস্তানের পেসারদের সামলাতে বাঁহাতি থ্রো ডাউন বিশেষজ্ঞ আনল ভারত

পাকিস্তানের পেসারদের সামলাতে বাঁহাতি থ্রো ডাউন বিশেষজ্ঞ আনল ভারত

পাকিস্তানের পেসারদের নিয়ে বেশ চিন্তিত ভারতীয় শিবির। বিশেষ করে বাঁহাতি পেসাররা তাদের রাতের ঘুম হারাম করেছে! মোহাম্মদ আমির তো আছেনই। যেকোনো ব্যাটিং অর্ডার একাই ধ্বংস করতে পারেন আমির। তার সঙ্গে যোগ দিয়েছেন উসমান খান। হংকংয়ের বিপক্ষে ৩ উইকেট পাওয়া এ পেসার ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার হুংকার দিয়েছেন। এছাড়া জুনায়েদ খান ও ওয়াহাব রিয়াজ তো আছেনই। চার পেসারের তিন জনকেই হংকং ম্যাচে খেলিয়েছে পাকিস্তান। ভারতের বিপক্ষেও একই আক্রমণ নিয়ে মাঠে নামবে পাকিস্তান। জুনায়েদ খানের সঙ্গে রিজার্ভ বেঞ্চ ভারী করেছেন শাহিন শা আফ্রিদি। পাকিস্তানের বাঁহাতি পেসারদের সামলাতে বাঁহাতি থ্রো ডাউন বিশেষজ্ঞ উড়িয়ে এনেছে ভারত। শ্রীলঙ্কান নুয়ান সেনেভিরত্নেকে নিয়োগ দিয়েছে ভারত। মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৩৮ বছর বয়সি সেনেভিরত্নে। শ্রীলঙ্কা সফরে ভারতীয় ব্যাটসম্যানদের বল থ্রো-ডাউন করেছিলেন সেনেভিরত্নে। তখনই তাকে পছন্দ হয়েছিল টিম ম্যানেজম্যান্টের। পাশাপাশি ব্যাটসম্যানরাও তার থ্রো-ডাউন নিয়ে সন্তুষ্ট ছিলেন। তাই এশিয়া কাপের মঞ্চে তাকে দলের সঙ্গে যুক্ত করেছে বিসিসিআই। এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা সেনেভিরত্নেকে নিয়ে বলেছেন,‘বাঁ-হাতে দারুণ বল ছোড়ে ও । আমাদের দলে দুজন আছে যারা ডান হাতে থ্রো ডাউন করায়। নুয়ান আসায় খুব লাভ হল।’ গতকাল দুবাই স্পোর্টস একাডেমিতে সেনেভিরত্নেকে নিয়ে কাজ করেছেন রোহিত শর্মা। আজ ভারতের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। কাল খেলবে পাকিস্তানের বিপক্ষে। সেনেভিরত্নেকে সাময়িক চুক্তিতে নিয়োগ দিয়েছে বিসিসিআই। এশিয়া কাপের পর বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় খেলতে যাবে ভারত। অস্ট্রেলিয়ার পেসারদের সামলাতেও তার থ্রো-ডাউন কাজে আসবে বলে মনে করছেন অনেকে। এশিয়া কাপের পর তার চুক্তিটা বাড়তে পারে বলে ধারণা দিয়েছে ভারতীয় গণমাধ্যম।
‘শাস্ত্রীকে কোচিংয়ে নয়, ধারাভাষ্যেই মানায়’ পূর্ববর্তী

‘শাস্ত্রীকে কোচিংয়ে নয়, ধারাভাষ্যেই মানায়’

ছিটকে পড়েছে শ্রীলঙ্কা, সুপার ফোরে বাংলাদেশ পরবর্তী

ছিটকে পড়েছে শ্রীলঙ্কা, সুপার ফোরে বাংলাদেশ

কমেন্ট