পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের অপরিবর্তিত দল

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের অপরিবর্তিত দল

করোনাভাইরাসজনিত মহামারি পরিস্থিতিতে ইংল্যান্ডে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। ফেরার ম্যাচে হারলেও পরে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে স্বাগতিকরা। ম্যানচেস্টারে শেষ টেস্টে ক্যারিবীয়দের সহজেই হারিয়েছে ইংল্যান্ড। তাই জয়ী ম্যাচের দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে লড়বে জো রুটের দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।  আগামী বুধবার ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী ১৩ আগস্ট সাউদাম্পটনে দ্বিতীয় এবং একই মাঠে ২১ আগস্ট শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। পুরো সিরিজটি হবে জীবাণুমুক্ত পরিবেশে ও দর্শকশূন্য স্টেডিয়ামে। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের পর বাড়িতে যাওয়ার অনুমতি পেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আগামী রোববার বাড়ি থেকে টিম হোটেলে ফিরবেন সবাই। তখন সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হবে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জেমি অ্যান্ডারসন, জফরা আর্চার, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, ওলে পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড। রিজার্ভ : জেমস ব্রেসি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ।
বিশ্বকাপ সুপার লিগ কাল থেকে পূর্ববর্তী

বিশ্বকাপ সুপার লিগ কাল থেকে

এক প্যাকেট চকলেট ৪ দিনেই শেষ করতেন কোহলি! পরবর্তী

এক প্যাকেট চকলেট ৪ দিনেই শেষ করতেন কোহলি!

কমেন্ট