পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন শেহজাদ

পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফিরলেন শেহজাদ

টানা ৯ ওয়ানডেতে জয়ের পর নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে নিজেদের মেলে ধরতে পারেনি টিম পাকিস্তান। স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ প্রথম দুই ওয়ানডে হেরে কিছুটা ব্যাকফুটে সরফরাজরা। আর এরই মধ্যে বুধবার টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা হয়েছে। দলে জায়গা করে নিয়েছেন আহমেদ শেহজাদ। ওপেনার আজহার আলির জায়গায় দলে ফিরেছেন শেহজাদ। অন্যদিকে, ইমাম-উল-হকের জায়গায় এসেছেন ব্যাটসম্যান উমর আমিন। ঘরোয়া 'ডিপার্টমেন্টাল ওয়ানডে কাপ' এ দারুণ পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজের পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন শেহজাদ। ৭ ম্যাচে ৬৭.১৬ গড়ে ৪০৩ রান করেছেন তিনি। অন্যদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ভাতিজা ইমাম-উল-হকের জায়গায় এসেছেন বাঁহাতি ব্যাটসম্যান উমর আমিন। পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির, হাসান আলি, রুম্মান রইস, উমর আমিন।
জহুরুলের সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি পূর্ববর্তী

জহুরুলের সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি

টেস্টে সেরা বোলার ২২ বছরের রাবাদা পরবর্তী

টেস্টে সেরা বোলার ২২ বছরের রাবাদা

কমেন্ট