পাটুরিয়া-দৌলতদিয়া বাড়ছে যানবাহনের চাপ

পাটুরিয়া-দৌলতদিয়া বাড়ছে যানবাহনের চাপ

সপ্তাহের শেষ দিন হওয়ায় কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে বেশি দুর্ভোগ বাড়ছে পণ্যবাহী ট্রাকের শ্রমিক ও কাঁচামাল ব্যবসায়ীদের। ঘাট কর্তৃপক্ষ জানায়, শিমুলিয়া-কাঠাঁলবাড়ি বন্ধ থাকার কারণে কয়েকগুণ চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ দিন হওয়ায় চাপ আরও বেশি বৃদ্ধি পেয়েছে। সকাল ১০টার দিকে ঘাট এলাকায় শতাধিক পরিবহন, ছোট যানবাহনসহ সহস্রাধিক যান পারের অপেক্ষায় রয়েছে। দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এছাড়াও অতিরিক্ত যানবাহন সামাল দিতে ঘাট থেকে ৭ কি. মি. দূরে উথুলী সংযোগ মোড় থেকে শিবালয় থানা পযর্ন্ত সড়কের ৪ কি. মি. এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাক সারি করে রাখা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২১টি ফেরির মধ্যে ৪টি পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতে থাকায় ১৭টি ফেরি চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পণ্যবাহী ট্রাকের শ্রমিক ও ব্যবসায়ীরা।
নিখোঁজের পর মাটি খুঁড়ে মা-বাবা ও ছেলের লাশ উদ্ধার পূর্ববর্তী

নিখোঁজের পর মাটি খুঁড়ে মা-বাবা ও ছেলের লাশ উদ্ধার

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ যুবকের মৃত্যু পরবর্তী

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ যুবকের মৃত্যু

কমেন্ট