পাবনায় আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

পাবনায় আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

পাবনা শহরের ট্রাফিক মোড়ের পাশে বিশ্বাস ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ছয়তলা ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে দুইতলা ও তিনতলার বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম জানান, কীভাবে আগুন লেগেছিল তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ভবনে থাকা ব্যাংক-বিমা, ওষুধের দোকানসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৯ ছাত্র পূর্ববর্তী

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৯ ছাত্র

গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মাইক্রোর ৬ যাত্রী নিহত পরবর্তী

গরুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মাইক্রোর ৬ যাত্রী নিহত

কমেন্ট