পিএসজিকে চমকে দিল মোনাকো

পিএসজিকে চমকে দিল মোনাকো

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাওয়ার পর জয়টা নিশ্চিত বলে হয়তো ধরে নিয়েছিল পিএসজি। কিন্তু কে জানতো দ্বিতীয়ার্ধে অন্য গল্প লিখবে মোনাকো। দ্বিতীয়ার্ধে তিন গোল করে লিগ ওয়ানের সবচেয়ে শক্তিশালী দলকে হারিয়ে দিল মোনাকো। লিগ ওয়ানের ম্যাচে গতকাল শুক্রবার রাতে ঘরের মাঠে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে মোনাকো। দলের পক্ষে জোড়া গোল করেন কেভিন ফলান্ড, অন্য গোলটি সেস ফাব্রেগাসের। পিএসজির হয়ে দুটি গোলই করেছেন চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে। লিগ ওয়ানে এই মৌসুমে তৃতীয় হারের স্বাদ পেল পিএসজি। চোট কাটিয়ে ফেরার ম্যাচ রাঙাতে পারলেন না ব্রাজিল তারকা নেইমারও। এদিন ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মাঝমাঠ থেকে অ্যাঞ্জেল ডি মারিয়ার বল ধরে এগিয়ে নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। ৩৬ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়াকে ইউসুফ ফোফানা ফাউল করলে পেনাল্টি পেয়েছিল পিএসজি। পেনাল্টি সুযোগে গোল আদায় করে নেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। এরপর তিন মিনিট বাদে বল জালে পাঠান কিন। তবে আক্রমণের শুরুতে তিনি অফসাইডে থাকায় ভিএআরে গোলটি বাতিল হয়ে যায়। ৪২ মিনিটে একইভাবে বাতিল হয়ে যায় এমবাপ্পের আরেকটি গোল। বারবার সুযোগ হারিয়ে বিরতির পর গোল খেয়ে বসে পিএসজি। ৫২ মিনিটে স্বাগতিকদের হয়ে গোল করেন ফলান্ড। এরপর ৬৫ মিনিটে ফলান্ডের হাত ধরেই সমতায় ফেরে স্বাগতিকরা। আর শেষের দিকে ৮৪ মিনিটে গোল করে মোনাকোর জয় নিশ্চিত করেন ফাব্রেগাস। লিগে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। টানা তৃতীয় জয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে মোনাকো।
ভালো দলনেতা হয়ে উঠতে সময় চান তামিম পূর্ববর্তী

ভালো দলনেতা হয়ে উঠতে সময় চান তামিম

চার দলের ক্রিকেটারদের সবাই করোনামুক্ত পরবর্তী

চার দলের ক্রিকেটারদের সবাই করোনামুক্ত

কমেন্ট