পিসিবির নয়া নীতিতে বেকার শত শত ক্রিকেটার, উদ্বিগ্ন হাফিজ

পিসিবির নয়া নীতিতে বেকার শত শত ক্রিকেটার, উদ্বিগ্ন হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। এ জন্য দায়ী করা হচ্ছে দেশটির ঘরোয়া ক্রিকেটকে। ফলে একে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে শত শত ক্রিকেটার বেকার হয়ে পড়েছেন। স্বভাবতই উদ্বিগ্ন দেশটির তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আগে অংশ নিত ১৬ দল। খেলতেন এক হাজারের বেশি ক্রিকেটার। পিসিবির নয়া নীতিতে দলের সংখ্যা এখন নেমে এসেছে মাত্র ৬টিতে। দলগুলোর হয়ে খেলার সুযোগ পাবেন মাত্র ২০০ খেলোয়াড়। ফলে ৮০০-এর বেশি ক্রিকেটার এবং বেশ কিছু ম্যানেজমেন্ট স্টাফ বেকার হয়ে পড়েছেন। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটার ফজল সুবহান এখন বেকার জীবনযাপন করছেন। তাকে নিয়ে নিউজও হয়েছে। সেটি সোশ্যাল মিডিয়া টুইটারে ঘুরপাক খাচ্ছে। নজর এড়ায়নি হাফিজেরও। এতে সাড়া দিয়ে তিনি বলেন, খুবই দুঃখজনক ব্যাপার, তার (ফজল) মতো অনেকেই ভুগছেন। নতুন পদ্ধতিতে মাত্র ২০০ ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। ৮০০ খেলোয়াড় ও বহু ম্যানেজমেন্ট স্টাফ বেকার হয়ে পড়েছেন। আমি জানি না, এসব বেকার ক্রিকেটারের দায়িত্ব কে নেবেন? বোর্ডের নতুন মডেলের সমালোচনাও করেছেন অনেকে। তারা বলছেন, এতে জাতীয় পর্যায়ে তরুণ ক্রিকেটারদের মেধা তথা প্রতিভা প্রদর্শনের পথই বন্ধ হয়ে গেল। তবে পিসিবি বলছে ভিন্নকথা। তাদের ভাষ্য- পুরনোকে আঁকড়ে ধরে লাভ নেই। আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে। দলকে যাদের দেয়ার মতো সে রকম কিছু নেই, তাদের বাদ দিয়েই চিন্তাভাবনা করতে হবে। তাতে তরুণদের দরজা খুলবে। সর্বোপরি এ পর্যায়ে খেলার জন্য উপযুক্তদেরই বেছে নেয়া হচ্ছে।
আমাদের জন্য কঠিন ম্যাচ অপেক্ষা করছে, বললেন ভারত কোচ পূর্ববর্তী

আমাদের জন্য কঠিন ম্যাচ অপেক্ষা করছে, বললেন ভারত কোচ

নাইজেরিয়ার বিপক্ষেও জয়হীন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা পরবর্তী

নাইজেরিয়ার বিপক্ষেও জয়হীন সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা

কমেন্ট