পুঁজিবাজারে লেনদেনে চলছে সূচকের ওঠানামা

পুঁজিবাজারে লেনদেনে চলছে সূচকের ওঠানামা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের ওঠানামার মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার (১১ অক্টোবর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর- অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৬ ও ১৬৬২ পয়েন্টে রয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৫৭ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টি কম্পানির শেয়ার। সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো- রিপাবলিক ইনস্যুরেন্স, বিজিআইসি, বিডি ফাইন্যান্স, নর্দান ইনস্যুরেন্স, কন্টিনেন্টাল ইনস্যুরেন্স, ওয়ালটন হাইটেক, ফার্স্ট ইনকাম ফান্ড, কেয়া কসমেটিকস, এক্সপ্রেস ইনস্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ৯ পয়েন্ট। এরপর ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী থাকে। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করে। এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে ১৪ হাজার ২০ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে এক কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের মধ্যে ৩৩টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৩১টি কম্পানির দর। আর ১৩টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে টিসিবি: বাণিজ্যমন্ত্রী পূর্ববর্তী

২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে টিসিবি: বাণিজ্যমন্ত্রী

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার কোটি ডলার পরবর্তী

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ হাজার কোটি ডলার

কমেন্ট