পুতিনকে বিয়েতে দাওয়াত : বিপাকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

পুতিনকে বিয়েতে দাওয়াত : বিপাকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের বিয়েতে দাওয়াত দিয়ে বিপাকে পড়েছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন নেইসল। অস্ট্রিয়ার দক্ষিণের প্রদেশ স্টাইরিয়ায় শনিবার এ বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে আগত অতিথিদের মধ্যে ছিলেন পুতিনও। রাশিয়ার রাষ্ট্রনায়ক কারিন নেইসলের বিয়েতে শুধু অংশ গ্রহণই করেননি, তাকে উপহারও দিয়েছেন। এমনকি তার সঙ্গে নেচেছেনও। বিরোধী রাজনীতিবিদদের দাবি, পুতিনকে আমন্ত্রণ জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি খর্ব করেছেন কারিন নেইসল। পুতিন জার্মানি যাওয়ার পথে এই বিয়েতে অংশ নেন। জার্মানিতে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের সাথে বৈঠক করেন পুতিন। ৫৩ বছর বয়সি নেইসল উদ্যোক্তা উল্ফগ্যাং মেইলিঞ্জারকে বিয়ে করেন। স্লোভেনিয়ার সীমান্তবর্তী স্টাইরিয়ার গামলিৎজ শহরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। সেখানে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন পুতিন। তাকে একদল শিল্পী গান গেয়ে বরণ করে নেয়। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার প্রেসিডেন্ট নবদম্পতিকে ফুলের তোড়ার পাশাপাশি গ্রাম্য জীবনের ওপর একটি দেয়ালচিত্র, একটি ঐতিহ্যবাহী তেল নিষ্কাশন যন্ত্র, একটি সামোভার (রাশিয়ায় পানি ফুটানো ও গরম করার পাত্র) ও একটি প্রাচীন মটকা উপহার দেন। পুতিন যে কারিন নেইসলের বিয়েতে যাচ্ছেন তা এক সপ্তাহ আগেই জানা গিয়েছিল। তখন থেকেই অস্ট্রিয়ার বিরোধী দল এটির সমালোচনা শুরু করে। দেশটির গ্রিন পার্টির সদস্যরা এসব সমালোচকদের মধ্যে অন্যতম। তার পুতিনকে দাওয়াত দেওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ পূর্ববর্তী

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ

মিনায় ৩০ লাখ মুসল্লি, কাল হজ পরবর্তী

মিনায় ৩০ লাখ মুসল্লি, কাল হজ

কমেন্ট