পুরনো বিমান কিনলেন মেসি

পুরনো বিমান কিনলেন মেসি

গোল বলকে খেলতে গোল বিশ্বে ঘুরতে হয় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। বিশেষ করে বার্সেলোনা - আর্জেন্টিনা যাতায়াত তো তার নিয়মিতই। নিজের ব্যক্তিগত বিমানে করে স্ত্রী-সন্তানদের নিয়ে ইউরোপে উড়ে যান মেসি। তবে পুরনো বিমানে আর কত! নতুন গা ঝকঝকে বিলাসবহুল একটা জেট বিমান কিনে ফিললেন মেসি। মেসির সেই নতুন বিমানের ছবি ছাপিয়ে আর্জেন্টিনার ওয়েবসাইট ‘ডাবল আমারিল্লা’ জানিয়েছে, এলভি-আইআরও গলফস্ট্রিম ভি ব্র্যান্ডের বিমান কিনেছেন প্লেমেকার মেসি। গত শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বিমানটি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের বিমানবন্দরে আনা হয়েছে। তবে বিমানটি নতুন কোনো বিমান নয়, ২০০৪ সালের তৈরি। বিমানে কেমন সুযোগ-সুবিধা রয়েছে ভক্তদের তা আগেভাগেই জানিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমটি। মেসির কেনা এই পুরনো বিমানে ১৬টি বিলাবহুল আসন রয়েছে। আছে দুটি বাথরুম, যার একটিতে শাওয়ারও আছে। নিজে রান্না করে খাবার জন্য দুটি রান্নাঘরও রয়েছে। কেনার পরই বিমানটিতে পরিবর্তন এনেছেন মেসি। বিমানটির লেজে নিজের জার্সি নম্বর ‘১০’ লিখেছেন। যেন একনজরেই মানুষ জেনে যায় যে, এটি মেসির উড়াল। এর সিড়ির প্রতিটি ধাপে মেসি পরিচয় করিয়ে দিচ্ছেন তার পরিবারের নাম - ‘লিও, আন্তোনেল্লা, থিয়াগো, সিরো এবং মাতেও লিখেছেন বিমানের সিড়িতে। পুরনো এই বিমানটির দাম জানতে অবশ্যই মুখিয়ে আছেন মেসিভক্তরা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পুরনো এই লাক্সারি উড়াল কিনতে মেসিকে গুনতে হয়েছে ১৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি ৯৬ লাখ ৪৮ হাজার ৩৫৮ টাকা মাত্র। তবে খরচ এখানেই শেষ নয়। বিমানটির জন্য দ্রুত সান ফার্নান্দো শহরে একটা বিমানপোত নির্মাণ করা হবে। যেখানে আরও অনেক অর্থ খরচ করতে হবে মেসিকে।
চেলসিতে জয়রথ থামল ম্যানসিটির পূর্ববর্তী

চেলসিতে জয়রথ থামল ম্যানসিটির

পাকিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ পরবর্তী

পাকিস্তানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

কমেন্ট