পুলিশের জালে সেই প্রতারকরা

পুলিশের জালে সেই প্রতারকরা

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোন নম্বর ক্লোন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া প্রতারকদের শনাক্ত করেছে পুলিশ। তাদের সম্ভাব্য অবস্থান জানতে পেরে গতকাল শনিবার সন্ধ্যা থেকে অভিযান চালানো হচ্ছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘আমরা প্রতারকচক্রের মূল হোতাসহ অন্য সদস্যদের গ্রেপ্তারের খুব কাছাকাছি আছি। তারা পুলিশের জালের মধ্যেই আছে। আশা করা যাচ্ছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’ সদ্যঃসমাপ্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জয় নিশ্চিত করার অঙ্গীকার করে প্রতারকরা বিভিন্ন ম্যাজিস্ট্রেট ও থানার ওসির নামে কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারকচক্রের সদস্য এর আগে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, জেলা প্রশাসক, পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকেও একই কায়দায় টাকা হাতিয়ে নিয়েছে। সদ্যঃসমাপ্ত নির্বাচনে ডিএনসিসির দুই কাউন্সিলর পদপ্রার্থীর কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা তদন্ত করতে গিয়ে এসব তথ্য পেয়েছে পুলিশ। আদাবর থানার ওসি কাজী সাহিদুজ্জামান বলেন, ‘প্রতারণার ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’
ডিআইজি মিজানের স্ত্রী ও ভাইকে গ্রেফতারে পরোয়ানা পূর্ববর্তী

ডিআইজি মিজানের স্ত্রী ও ভাইকে গ্রেফতারে পরোয়ানা

স্কুলছাত্রীকে ধর্ষণ করে ধরা ৬০ বছরের আশ্রাব আলী পরবর্তী

স্কুলছাত্রীকে ধর্ষণ করে ধরা ৬০ বছরের আশ্রাব আলী

কমেন্ট