পৌনে ৪ কোটি টাকার মোবাইলের মালিকানা নেই !

পৌনে ৪ কোটি টাকার মোবাইলের মালিকানা নেই !

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালিকবিহীন দুটি ব্যাগ তল্লাশি করে ৩ কোটি ৭০ লাখ টাকার মোবাইল সেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার ব্যাংকক থেকে টিজি ৩৩৯ বিমান যোগে আসা মালিকবিহীন কালো ও অ্যাশ রঙের দুইটি ব্যাগ থেকে ক্লাউডফোন লাইট ব্যান্ডের ৯০০টি মোবাইল সেট উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে বিমানে আসা মালিকবিহীন দুইটি ব্যাগ জব্দ করা হয়। যার একটির ট্যাগ নম্বরযুক্ত ও অন্যটি ট্যাগবিহীন। বিমানবন্দরে উপস্থিত শুল্ক গোয়েন্দা এয়ারপোর্ট ইউনিটের সহায়তায় এবং অন্যান্য সংস্থার উপস্থিতিতে ব্যাগ দুইটি তল্লাশী করে ক্লাউডফোন লাইট ব্যান্ডের ৯০০টি মোবাইল পায়। শুল্ক গোয়েন্দার ধারণা, কোনো যাত্রীর মাধ্যমে মোবাইলগুলো পাচার করার পরিকল্পনা ছিল। জব্দকৃত মোবাইল এর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ময়মনসিংহে ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত পূর্ববর্তী

ময়মনসিংহে ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

ঢাবিতে ভর্তির প্রলোভন, যুবককে ধরিয়ে দিল ছাত্রলীগ পরবর্তী

ঢাবিতে ভর্তির প্রলোভন, যুবককে ধরিয়ে দিল ছাত্রলীগ

কমেন্ট