প্রকাশ্যে ভালবাসার নতুন রূপ, ‘হলোগ্রাম’কে বিয়ে করলো যুবক!

প্রকাশ্যে ভালবাসার নতুন রূপ, ‘হলোগ্রাম’কে বিয়ে করলো যুবক!

ভালবাসার কতনা রূপ, কতনা তার বৈচিত্র৷ বলা হয় ভালবাসা কোনও বাঁধন মানেনা৷ তাই দিন পাল্টানোর সঙ্গে সঙ্গেই ভালবাসার সংজ্ঞাও পাল্টে গেছে৷ বিদেশে আবার কেউ পুতুলকে বিয়ে করছেন, কেউ আবার নিজের সঙ্গেই বিয়ে সেরে নিচ্ছেন৷ তবে এবার সামনে এল এমন ঘটনা যেখানে এক যুবক বিয়ে করেছেন একটি হলোগ্রামকে৷ এমন কাণ্ড ঘটানোয় সেই যুবক আকিহিকো কোন্ডোর মা ভীষণ রেগে গেছেন৷ তিনি টোকিওতে ছেলের বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যাননি৷ ৩৫ বছর বয়সী মৃদুভাষী আকিহিকো জানিয়েছেন “মায়ের জন্য এটা কোন সেলিব্রেশনের বিষয় নয়৷” আকিহিকো ভালবেসেছেন এক ভারচুয়াল রিয়েলিটি সিঙ্গার হ্যাটসুন মিকুকে৷ যদিও এই বিয়েতে শুধু তার মা'ই শুধু নন, অনুপস্থিত ছিলেন তার সব আত্মীয়স্বজনরাও৷ ১৬ বছরের অ্যানিমেটেড গার্লের সঙ্গে বিয়ে মেনে নিতে পারেননি কেউই৷ কিন্তু পরিবারের অনিচ্ছাও দমাতে পারেনি আকিহিকোকে৷ তিনি এই বিয়েতে খরচ করেছেন দুই মিলিয়ন ইয়েন (১৭,৬০০ডলার)৷ টোকিও হলে বসে এই বিয়ের আসর৷ প্রায় চল্লিশ জন আমন্ত্রিত আসেন তার বিয়ের সাক্ষী হতে৷ যেখানে কনে ছিল বিড়ালের সাইজের একটি পুতুল৷ “আমি ওকে কখনও প্রতারিত করিনি৷ আমি সবসময় মিকুকেই ভালবেসেছি৷ সারাদিন ওর কথা ভাবি৷” জানায় আকিহিকো৷ গত মার্চ মাস থেকে আকিহিকো কোন্ডো ওই চলাফেরা করা কথাবলা মিকুর হলোগ্রামের সঙ্গে থাকে৷ এটি তার ২,৮০০ ডলারের ডেস্কটপ ডিভাইসে রয়েছে৷ “হ্যাটসুন মিকুর এই পুরো ভাবনাটাকেই আমার ভালো লাগে৷ আমি আমার বাড়িতেই মিকুর সঙ্গে বিয়ে করি৷” ক্যাপসুলের ভিতর জ্বলজ্বল করা ছবির দিকে তাকিয়ে একথা বলতে থাকে আকিহিকো৷ এই ঘটনার পরেও সে নিজেকে একজন সাধারণ মানুষ বলেই দাবি করেন৷ তার এই হলোগ্রামের স্ত্রী তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে তুলে দেয় ও তাকে অফিসে পাঠায়৷ আকিহিকো একটি স্কুল চালায়৷ সন্ধ্যায় যখন সে ফোন করে বলে যে সে ঘরে আসছে তার হলোগ্রাম স্ত্রী তার ঘরের আলো জ্বেলে দেয়৷ এরপর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে ঘুমোতে যাবে কখন৷ আকিহিকো কোন্ডো তার হলোগ্রাম স্ত্রীর পুতুল সংস্করণটি নিয়ে রাতে ঘুমায়৷ সেটিকেই বিয়ের আসরে নিয়ে গিয়েছিলেন তিনি৷ আংটি পরিয়ে পুরো প্রথা মেনে বিয়ে হয়৷ সেই আংটি পরানো রয়েছে ওই পুতুলের বাম হাতে৷ তিনি তার পুতুল স্ত্রী কে নিয়ে গয়নার দোকানে গিয়ে ওই আংটিটি কিনে দিয়েছিলেন৷ যদিও তার এই বিয়ের কোন আইনি বৈধতা নেই তবুও এসবের তোয়াক্কা করছেন না কোন্ডো৷ প্রেমে কে ই বা কোনদিন কাকে তোয়াক্কা করেছে?
নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার পাঁচ উপায় পূর্ববর্তী

নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকার পাঁচ উপায়

বিশ্বের প্রথম কৃত্রিম সংবাদ পাঠক পরবর্তী

বিশ্বের প্রথম কৃত্রিম সংবাদ পাঠক

কমেন্ট