প্রতিটি গ্রাম শহরের সুবিধা সম্পন্ন নগরে পরিণত হবে: প্রধানমন্ত্রী

প্রতিটি গ্রাম শহরের সুবিধা সম্পন্ন নগরে পরিণত হবে: প্রধানমন্ত্রী

স্বাধীনতার সুফল হিসেবে বাংলাদেশের প্রতিটি গ্রাম শহরের সুবিধা সম্পন্ন নগরে পরিণত হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় সমাবেশে কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষ পাবে। শহরে সাধারণ মানুষ যেমন নাগরিক সুবিধা পায়, গ্রামের মানুষও সেই নাগরিক সুবিধা পাবে। প্রতিটি গ্রাম হবে শহরের সুযোগ-সুবিধাসম্পন্ন নগর।’ পাশাপাশি একটি বাড়ি, একটি খামার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার দারিদ্র্য বিমোচনের কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। আনসার-ভিডিপি বাহিনীকেও এ ধরনের উন্নয়নমূলক কাজে আরও সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বাহিনীর সবাইকে আন্তরিকভাবে দেশ গড়ার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া জননিরাপত্তা রক্ষায় অশুভ শক্তি প্রতিরোধে কাজ করতে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। ভাষণে আনসার-ভিডিপি বাহিনীর মনোরম কুচকাওয়াজের ব্যাপক প্রশংসা করে তিনি বলেন, এ বাহিনীর উৎকর্ষ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অনুষ্ঠানে সাহসিকতা ও সেবায় অবদান রাখায় ১৪৩ জন আনসার ও ভিডিপি সদস্যকে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা: চীনা প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি পূর্ববর্তী

করোনা: চীনা প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি

৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী রদবদল পরবর্তী

৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী রদবদল

কমেন্ট