প্রথমবর্ষ অনার্স পরীক্ষা শনিবার শুরু

প্রথমবর্ষ অনার্স পরীক্ষা শনিবার শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা আগামীকাল শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হবে। এ পরীক্ষা ৮ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম জানান, এ বছর মোট ৭৯৮টি কলেজের ২৭৬টি কেন্দ্রে সারা দেশে প্রায় ৪ লাখ ৩১ হাজার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। জরুরি যেকোনো সমস্যা সমাধানে ০২-৯২৯১০১৭ ও ০২-৯২৯১০৩৯ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন পূর্ববর্তী

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

দারুল ইহসান থেকে ডিগ্রিধারীদের এমপিওভুক্তির নির্দেশ পরবর্তী

দারুল ইহসান থেকে ডিগ্রিধারীদের এমপিওভুক্তির নির্দেশ

কমেন্ট