প্রধানমন্ত্রীকে 'মাদার অব অ্যাডুকেশন' উপাধি দিয়েছেন আন্দোলনকারীরা

প্রধানমন্ত্রীকে 'মাদার অব অ্যাডুকেশন' উপাধি দিয়েছেন আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দেওয়ায় তাকে 'মাদার অব অ্যাডুকেশন' উপাধি দিয়েছেন আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলন করে সংগঠনের মতামত জানাতে গিয়ে এ উপাধি দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এর আগে, বুধবার বিকেলে জাতীয় সংসদে কোটা নিয়ে ঢাকার সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে ছাত্ররা যেহেতু আর কোটা ব্যবস্থা চায় না, সেহেতু এখন থেকে বাংলাদেশে আর কোটা ব্যবস্থা থাকবে না। তিনি বলেন, এখন থেকে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
কেমন যাবে আজকের আবহাওয়া? পূর্ববর্তী

কেমন যাবে আজকের আবহাওয়া?

‘প্রধানমন্ত্রী ঘোষণা ছাড়া আন্দোলন বন্ধ করব না’ পরবর্তী

‘প্রধানমন্ত্রী ঘোষণা ছাড়া আন্দোলন বন্ধ করব না’

কমেন্ট