‘প্রধান বিচারপতিকে গৃহবন্দি রাখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা’

‘প্রধান বিচারপতিকে গৃহবন্দি রাখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা’

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহাকে গৃহবন্দি করে রাখার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা জানি, প্রধান বিচারপতি ক্যান্সারের পেশেন্ট। আগেও তার ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে। কাজেই ছুটিতে যাওয়া সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তারপরও ‘একটি বিশেষ রাজনৈতিক দল’ এ নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে ‘ফায়দা লোটার’ চেষ্টা করছে। যার কোনো সারবত্তা নেই, কোনো রকম বিশ্বাসযোগ্যতা নেই। এগুলো গোচরে আনারই প্রয়োজন পড়ে না। তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি বিশেষ রাজনৈতিক দলের কুক্ষিগত হয়ে পড়ায় এ ধরনের কথা বলে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। একজন বা দুজন বিচারপতির জন্য এদেশের বিচার বিভাগের কাজ কোনো দিনই বন্ধ থাকেনি।
প্রধান বিচারপতি সিনহা বিদেশ যাচ্ছেন! পূর্ববর্তী

প্রধান বিচারপতি সিনহা বিদেশ যাচ্ছেন!

অবৈধপথে আনা মোবাইল ফোন দেশে চলবে না: তারানা হালিম পরবর্তী

অবৈধপথে আনা মোবাইল ফোন দেশে চলবে না: তারানা হালিম

কমেন্ট