প্রভাসের তিন সিনেমার বাজেট ১০০০ কোটি!

প্রভাসের তিন সিনেমার বাজেট ১০০০ কোটি!

অভিনয়, ক্যারিশমা আর অন-স্ক্রিন পাওয়ার—এ দিয়েই প্রভাস পেয়েছেন সর্বভারতীয় খ্যাতি। দেশের গণ্ডি পেরিয়ে প্রভাস এখন বিশ্বের অনেক দেশে পরিচিত মুখ। দুই পর্বের ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজি প্রভাসকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এরপর ফিচার ফিল্ম ‘সাহো’ বক্স অফিসে বেশ আয় করে। বিশ্বব্যাপী এখন প্রভাসের কোটি ভক্ত-দর্শক। সূত্রের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, প্রভাস এখন নিজেই ব্র্যান্ডনেম। আর এ কারণেই তাঁর আসন্ন সিনেমাগুলোর বাজেটও বড় অঙ্কের। একটি সূত্র পোর্টালটিকে বলেছেন, ‘তাঁর (প্রভাস) তিন সিনেমার বাজেটের পরিমাণ এক হাজার কোটি রুপির বেশি।’ সূত্রটি পোর্টালটিকে জানিয়েছে, প্রভাসের তিন সিনেমার কাজই চলমান। ‘রাধে শ্যাম’ সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এ ছবি মুক্তি পাবে ২০২১ সালে। এর বাজেট ২৫০ কোটি রুপি। ‘আদিপুরুষ’ মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। মহাকাব্যিক কাহিনির এ সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। এ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি। সূত্রটি আরো জানিয়েছে, আরেকটি বড় বাজেটের সিনেমা রয়েছে সুপারস্টার প্রভাসের ঝুলিতে। এর বাজেট ৩০০ কোটি রুপির বেশি। এতে প্রভাসের সঙ্গে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনকে। এই তিন সিনেমার বাজেট যোগ করলে দাঁড়ায় এক হাজার কোটি রুপির বেশি। এখন আর কোনো অভিনেতার হাতে এত বড় বাজেটের সিনেমা নেই। প্রভাসের সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। করোনাকালে অবশ্য ভারতে প্রেক্ষাগৃহ খুব কমই খুলছে। তাই প্রভাস-ভক্তদের আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। বক্স অফিসে তখন প্রভাসঝড় উঠবে কি না, তা দেখার অপেক্ষায় চলচ্চিত্র বোদ্ধারা।
ঝড় তুলেছে হানি-ইপ্সিতার ‘ফার্স্ট কিস’ পূর্ববর্তী

ঝড় তুলেছে হানি-ইপ্সিতার ‘ফার্স্ট কিস’

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ‘রূপবানকন্যা’ সুজাতা পরবর্তী

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ‘রূপবানকন্যা’ সুজাতা

কমেন্ট