প্রভোস্টের পদত্যাগের দাবিতে রোকেয়া হলে রাতভর বিক্ষোভ

প্রভোস্টের পদত্যাগের দাবিতে রোকেয়া হলে রাতভর বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হলে ঘটে যাওয়া অনিয়মের অভিযোগ এনে হল প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন ছাত্রীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিক থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা প্রভোস্টের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। হল সূত্রে জানা গেছে, রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদার পদত্যাগ ও নতুন করে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য আন্দোলন করছে হলের মেয়েরা। ছাত্রলীগ প্যানেলের প্রার্থী ছাড়া অন্যান্য সব সংগঠনের প্রার্থীদের এই আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গেছে। মাস্টার্সের ছাত্রী মুনিরা গণমাধ্যমকে বলেন, আমাদের একটাই দাবি প্রভোস্ট ম্যামের পদত্যাগ করতে হবে এবং সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
হলের কক্ষে নবজাতক প্রসব; ট্র্যাংকে লুকিয়ে হাসপাতালে মা পূর্ববর্তী

হলের কক্ষে নবজাতক প্রসব; ট্র্যাংকে লুকিয়ে হাসপাতালে মা

‘পুনরায় নির্বাচন সম্ভব না’ পরবর্তী

‘পুনরায় নির্বাচন সম্ভব না’

কমেন্ট