প্রশ্নপত্র ফাঁস: মোবাইল ইন্টারনেটের গতি কম রাখতে নির্দেশ

প্রশ্নপত্র ফাঁস: মোবাইল ইন্টারনেটের গতি কম রাখতে নির্দেশ

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার মোবাইল ইন্টারনেটের গতি সকালে এক ঘণ্টা কমিয়ে দিতে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ রবিবার সকালে এ সংক্রান্ত একটি চিঠি বিটিআরসি থেকে পাঠানো হয়েছে। ওই চিঠির সত্যতা স্বীকার করে বিটিআরসি'র সচিব এবং মুখপাত্র সারওয়ার আলম বলেন, চিঠিতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইন্টারনেটের গতি কম রাখতে বলা হয়েছে। এ ঘটনায় গত কয়েকদিনে ১২ জনকে আটক করে ডিবি পুলিশ। এর পরও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁস। এ কারণে বাকি পরীক্ষাগুলোতেও যেন প্রশ্নপত্র ফাঁস না হয় সেজন্য বিটিআরসির এ নির্দেশনা।
পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ফোন নিষিদ্ধ পূর্ববর্তী

পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ফোন নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ পরবর্তী

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

কমেন্ট