প্লাজা ধসের ছয় বছর উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণ

প্লাজা ধসের ছয় বছর উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণ

ঢাকার অদূরে সাভারের রানা প্লাজা ধসের ছয় বছর উপলক্ষে আজ সকাল থেকে নিহত শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা রানা প্লাজা ধসের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের দাবি জানান। আজ বুধবার সকালে সাভারের রানা প্লাজার সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তাঁদের পাশাপাশি সেখানে হাজির হন দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবারের সদস্যরা। এ উপলক্ষে সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। পরে বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন শ্রমিক সংগঠন রানা প্লাজার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন থেকে এ সময় তাঁরা অবিলম্বে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান। এ ছাড়া ১১ দফা দাবিতে গতকাল মঙ্গলবার থেকে রানা প্লাজার সামনে বেশ কয়েকজন শ্রমিক আমরণ অনশন কর্মসূচি শুরু করছেন। অনশনে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রানা প্লাজার মালিক সোহেল রানা বর্তমানে জেলহাজতে রয়েছেন। ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে পড়ে নিহত হন এক হাজারেরও বেশি শ্রমিক, আহত হন কয়েক হাজার। আহত শ্রমিকদের বড় একটি অংশ এখনো কাজে ফিরতে পারেনি। কেউ কেউ সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। এ দুর্ঘটনার পর বেশ কিছু মামলা হয়। ছয় বছরে মাত্র একটি মামলার রায় হয়েছে। হত্যা মামলাসহ বাকি সব মামলাই বিভিন্ন আদালতে বিচারাধীন।
জায়ানের লাশ আজ আসছে, বাবাও শঙ্কামুক্ত নন পূর্ববর্তী

জায়ানের লাশ আজ আসছে, বাবাও শঙ্কামুক্ত নন

বিমানবন্দরে ভাইকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী পরবর্তী

বিমানবন্দরে ভাইকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

কমেন্ট