ফরিদপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

ফরিদপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

রবিবার ফরিদপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ১২ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়েনি। তবে গতকাল শনিবার সর্বশেষ সন্ধ্যা ছয়টায় পাঁচ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে আজ রবিবার ভোর ৬টা পর্যন্ত পদ্মা নদীর পানি বাড়েনি। তবে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। এদিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়ন দুটির পদ্মা নদীসংলগ্ন চরাঞ্চলে বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পানি ঢুকেছে। ওইসব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
টাঙ্গাইলে যমুনার পানি কমতে শুরু করেছে পূর্ববর্তী

টাঙ্গাইলে যমুনার পানি কমতে শুরু করেছে

নিখোঁজের ১৫ দিন পর মাদরাসাছাত্রীর মরদেহ ভাসছে নদীতে পরবর্তী

নিখোঁজের ১৫ দিন পর মাদরাসাছাত্রীর মরদেহ ভাসছে নদীতে

কমেন্ট