ফরিদপুরে ১২ শহীদের মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরে ১২ শহীদের মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুরে নানা কর্মসূচিতে সাত মুক্তিযোদ্ধাসহ ১২ শহীদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের আলীপুর কবরস্থানে শহীদদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, এক মিনিট নীরবতা পালন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসলাম মোল্লা, মুক্তিযোদ্ধা মু. আবুল ফয়েজ শাহনেওয়াজ, অধ্যক্ষ মোশাররফ আলী, শামসুদ্দিন মোল্লা, কাজী গোলাম মহিউদ্দিন তাসলিমসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ফরিদপুর সদরের করিমপুর এলাকায় হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সালাউদ্দিন এবং মেজবাহউদ্দিন নৌফেলসহ সাত মুক্তিযোদ্ধা শহীদ হন। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের সহায়তার অভিযোগে হানাদার বাহিনীর সদস্যরা গুলি চালিয়ে হত্যা করে দেশ স্বাধীন হওয়ার পর ১৭ ডিসেম্বর শহীদ মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে একই কবরে দাফন করা হয়।
ময়মনসিংহে বিএনপি নেতা আটক পূর্ববর্তী

ময়মনসিংহে বিএনপি নেতা আটক

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে হাওলাদার ও দুলুর রিট পরবর্তী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে হাওলাদার ও দুলুর রিট

কমেন্ট