ফস‌লি জ‌মি নষ্টের অভিযোগে শরীয়তপু‌রে ৩ ভেকু জব্দ, জ‌রিমানা

ফস‌লি জ‌মি নষ্টের অভিযোগে শরীয়তপু‌রে ৩ ভেকু জব্দ, জ‌রিমানা

শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়ন এলাকায় ফস‌লি জ‌মি থে‌কে মা‌টি কাটার অপরা‌ধে তিনটি ভেকু মেশিন জব্দ ও ৩ লাখ টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মা‌টি কাটার সা‌থে জ‌ড়িত দুজনকে আটক হয়। শুক্রবার বিকালে পালং মডেল থানা পুলিশের একটি টিম স‌ঙ্গে নি‌য়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ এ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন। স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন (মেম্বার) প্রভাব খাটিয়ে ১০টি ভেকু মেশিন ব্যবহার করে শরীয়তপুর সদর ও ভেদরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার ফসলি জমি নষ্ট করে পুকুর খন‌নেন কাজ কর‌ছিল। শুক্রবার বিকালে পালং ইউনিয়ন এলাকায় ওই পুকুর খনন কা‌জে ব্যবহৃত তিনটি ভেকু মেশিন ও এক‌টি ট্র‌লি গা‌ড়ি জব্দ এবং দুই জন‌কে আটক করা হয়। প‌রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্য‌মে আটককৃত‌দের লাখ টাকা জ‌রিমানা করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ বলেন, ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি নাই। কিছু অসাধু ব্যা‌ক্তি ছুটির দিনে ও রাতে ভেকু চালিয়ে ফসলি জমিতে পুকুর খনন কর‌ছিল। তাই তাদের‌কে আইনের আওতায় এনে ব্যবহৃত তিনটি ভেকু মে‌শিন ও এক‌টি ট্র‌লি গা‌ড়ি জব্দ এবং ২ জন‌কে আটক করে ৩ লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এই অভিযান অব্যাহত থাক‌বে।
বেনাপোল ট্র্যাজেডি দিবস পালন পূর্ববর্তী

বেনাপোল ট্র্যাজেডি দিবস পালন

কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবি, ৫ লাশ উদ্ধার পরবর্তী

কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবি, ৫ লাশ উদ্ধার

কমেন্ট