ফানুস উড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ

ফানুস উড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ

বিজয়ের মাস শুরু। মাসের প্রথম দিনেই ৩০ লাখ শহীদদের স্মরণে ৩০টি ফানুস উড়াল ঢাকা বিশবিদ্যালয়ের (ঢাবি) ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’। একই সময়ে বীর প্রতীক তারামন বিবির প্রতি সম্মান জানিয়ে পালন করা হয় এক মিনিট নিরবতা। গতকাল শনিবার রাত ৯টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পায়রা চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ টিএসসি ভিত্তিক ১০টি সংগঠন অংশগ্রহণ করে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘বিজয়ের মাসের প্রথম দিনে স্মরণ করছি ৩০ লাখ শহীদকে, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আজকে বীর প্রতীক তারামন বিবি চির বিদায় নিয়েছেন। আমরা প্রত্যেক তরুণ তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছি। তারামন বিবি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। প্রত্যেক ঘরে আমরা এক একটি তারামন বিবি হয়ে জন্ম নিবো।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসি ভিত্তিক সংগঠন রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক, স্লোগান একাত্তরের সভাপতি কাজী সুজন মিয়া, জয়ধ্বনি সাংস্কৃিতক সংগঠনের সভাপতি সাব্বির হোসেন, মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, নাট্যসংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সানোয়ারুল হক সনি ও সাধারণ সম্পাদক সবুজ তালুকদার, সায়েন্স সোসাইটির সহ সভাপতি মশিউর রহমানসহ আরো অনেকে।
ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় দুই কমিটি গঠন পূর্ববর্তী

ভিকারুননিসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় দুই কমিটি গঠন

সরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু পরবর্তী

সরকারি বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু

কমেন্ট