ফুটপাত হকারমুক্ত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফুটপাত হকারমুক্ত করার নির্দেশ ডিএমপি কমিশনারের

রমজানে রাস্তায় যানজট কমাতে ট্রাফিক বিভাগকে রাস্তা ও ফুটপাত হকারমুক্ত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। শনিবার সকালে ডিএমপি সদর দফতরে আয়োজিত রমজান ও ঈদ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা এবং হকার নিয়ন্ত্রণে বিশেষ সভায় ট্রাফিক বিভাগের উদ্দেশে এমন নির্দেশনা দেয়া হয়। তিনি বলেন, রাস্তা ও ফুটপাতে নতুন করে কোনো হকার বসতে দেয়া হবে না, পুরনো হকাররা ফুটপাত ছেড়ে দিয়ে বসতে হবে। তিনি আরও বলেন, রিকশামুক্ত রাস্তায় তা প্রবেশ করতে দেয়া হবে না। ইন্টারসেকশনের মুখে ও শপিং সেন্টারের সামনে অযথা রিকশাকে ভিড় করতে দেয়া হবে না। ওই সভায় উপস্থিত ছিলেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, যুগ্ম-পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর মোসলেহ উদ্দিন আহমদ, যুগ্ম-পুলিশ কমিশনার ট্রাফিক দক্ষিণ মফিজ উদ্দিন আহম্মেদসহ ওই বিভাগের সব পর্যায়ের কর্মকর্তারা। মাদকসহ গ্রেফতার ৪৬ : মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
যশোরে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩ পূর্ববর্তী

যশোরে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩

নাটোরে গাছের সঙ্গে ধাক্কায় নছিমন যাত্রী নিহত পরবর্তী

নাটোরে গাছের সঙ্গে ধাক্কায় নছিমন যাত্রী নিহত

কমেন্ট