ফুটবল নয়; মাঠে নেমে ঝগড়া-মারামারি করলেন নেইমাররা!

ফুটবল নয়; মাঠে নেমে ঝগড়া-মারামারি করলেন নেইমাররা!

ফুটবলের গায়ে আবার কলঙ্কের দাগ লাগল পিএসজি বনাম মার্সেই এর ম্যাচে। ফ্রান্সে এ দুই দলের লড়াই অনেকটা রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মতো চরম উত্তাপ ছড়ায়। সাধারণত দুই দলের দর্শকরা এর আগে মারামারিতে জড়াত। এবার করোনার কারণে যেহেতু দর্শক নেই; তাই ফুটবলাররাই জড়িয়ে পড়লেন মারামারিতে। ফলাফল হিসেবে ৫টি লাল কার্ড আর ১৭টি হলুদ কার্ড দেখল দুই দলের ফুটবলাররা! লাল কার্ডের তালিকায় নেইমারের নামও আছে। প্রথমার্ধ থেকেই বারবার ছোটখাট ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নেইমার এবং আলভারো গঞ্জালেস। বিরতির সময়ও নেইমারকে টিভিতে 'বর্ণবাদ' শব্দটি ব্যবহার করতে শোনা গেছে। দ্বিতীয়ার্ধে গঞ্জালেসের মাথায় পেছনে চড় মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন নেইমার। ম্যাচ শেষে নেইমার দাবি করেছেন যে, মাঠে আলভারো তার উদ্দেশ্যে বর্ণবাদী মন্তব্য করেছেন। গঞ্জালেসকে উদ্দেশ করে টুইটারে লিখেছেন, ‘আমার একমাত্র আফসোস ওই বদমাশটার মুখে ঘুষি মারতে পারিনি।' লিগ ওয়ানের ম্যাচটিতে পিএসজি হেরে গেছে ১-০ ব্যবধানে। নেইমারের টুইটের জবাবে স্প্যানিশ ডিফেন্ডার টুইটারে লিখেছেন, 'বর্ণবাদের কোথাও জায়গা নেই। আমার ক্যারিয়ার বিতর্কহীন, অনেক সতীর্থের সঙ্গে খেলেছি, প্রতিদিন অনেক বন্ধুর সংস্পর্শে এসেছি। কখনো কখনো আপনাকে শিখতে হবে কীভাবে হারতে হয়, কীভাবে হার মেনে নিতে হয়। অসাধারণ তিন পয়েন্ট পেয়েছি আজ। পরে আরেক টুইটে নেইমার লিখেছেন, ‘আমি হিংস্র আচরণ করেছি কি না, ভিএআর দিয়ে সেটা বিচার করা সহজ। তাহলে যে বর্ণবাদী আমাকে মাঠে বাঁদর বলে গালি দিল তার ছবিটাও সামনে আসুক। আমি রেইনবো ফ্লিক করলে তো ঠিকই আমাকে শাস্তি দেওয়া হয়। আমি চড় দিলে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ওদের কী হবে? এখন ওদের কী হবে?'
রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে ইতিহাস গড়েন থিয়েম পূর্ববর্তী

রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে ইতিহাস গড়েন থিয়েম

সোমবারের ফাইনালে থিমের প্রতিপক্ষ জেভরেভ পরবর্তী

সোমবারের ফাইনালে থিমের প্রতিপক্ষ জেভরেভ

কমেন্ট