ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ফেনীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। নিহতদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ফেনীতে র‍্যাব-৭-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে তিন আরোহী চেকপোস্টের সিগন্যাল না মেনে মহাসড়কের পাশে সরু রাস্তায় অবস্থান নিয়ে র‌্যাবের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয় এবং অপর একজন পালিয়ে যায়। নিহতদের একজনের নাম আল আমিন (২৫)। তিনি ঢাকার উত্তরার বাসিন্দা। অন্যজনের নাম মামুন মোর্শেদ (৩৫)। তিনি টঙ্গীর বাসিন্দা। র‍্যাব জানিয়েছে, নিহতদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিজ বাড়িতে মা-মেয়ে খুন পূর্ববর্তী

নিজ বাড়িতে মা-মেয়ে খুন

‘পাখি জামা’ চাওয়ায় স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা পরবর্তী

‘পাখি জামা’ চাওয়ায় স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা

কমেন্ট