ফেনীর নতুন এসপি কাজী মনিরুজ্জামান

ফেনীর নতুন এসপি কাজী মনিরুজ্জামান

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে নতুন এসপি নিয়োগ করেছে প্রশাসন। ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে গতকাল রোববার রাতে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মনিরুজ্জামান। পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত এ কর্মকর্তা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কাজী মনিরুজ্জামান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেন। ঝিনাইদহের গোবিনাথপুরে ১৯৭৬ সালের ৩০ জুন জন্ম নেওয়া কাজী মনিরুজ্জামান ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ফেনী জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তর সংযুক্ত করা হয়েছে।
কক্সবাজারে এক রাতে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত পূর্ববর্তী

কক্সবাজারে এক রাতে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত

মা ও দুই সন্তানের লাশ উদ্ধার পরবর্তী

মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

কমেন্ট