ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দেয়া আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলন শুরু করেছেন ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন তারা। সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে। আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজ শিক্ষার্থী আবু বকর বলেন, সময়মতো পরীক্ষা না নেওয়া, রেজাল্ট প্রকাশে সাত থেকে আট মাস বিলম্ব করা, বিনা নোটিশে নতুন নিয়ম কার্যকর, একই বিষয়ে গণহারে ফেল, খাতার সঠিক মূল্যায়ন না হওয়া, সিলেবাস বহির্ভূত প্রশ্নপদ্ধতিসহ নানা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষকে জানানোর পরও এ সমস্যার সমাধান হয়নি। ঢাবি কর্তৃপক্ষ বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তার ফল পাচ্ছে না শিক্ষার্থীরা। তাদের সংকট ক্রমেই বাড়ছে। মানববন্ধনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
চীন সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন পূর্ববর্তী

চীন সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী পরবর্তী

সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কমেন্ট