ফের ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন সিমন্স

ফের ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন সিমন্স

বিতর্কিত বিদায়ের ফের ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ হলেন সাবেক ক্যারিবীয়ান ক্রিকেটার ফিল সিমন্স। জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিতর্কিতভাবে সিমন্সকে বরখাস্ত করা হয়। গতকাল সোমবার তাঁকেই ফের দলের হেড কোচ হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়াও এদিন পুরষ, মহিলা এবং যুব পুরুষ দলের জন্য তিনটি আলাদা নির্বাচন প্যানেল ঘোষণা করেছে তারা। এ ব্যাপারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান রিকি স্কেরিট জানান,“কেবল অতীতের ভুল সংশোধনই নয়, সিমন্সকে তারা দেখেন ক্যারিবিয়ানদের কোচিং করানোর জন্য সঠিক সময়ে সঠিক ব্যক্তি হিসেবে।” উল্লেখ্য, সর্বশেষ বিশ্বকাপ পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করেন ফিল সিমন্স। এ ছাড়াও সদ্য সমাপ্ত সিপিএলে তার কোচিংয়ে শিরোপা জেতে বারবাডোজ ট্রাইডেন্টস। এর আগে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের কোচ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ওপেনার। এ সময় দেশটি টানা তিন বিশ্বকাপের বাছাইপর্ব পেরিয়ে খেলে মূল পর্বে।
বাংলাদেশ দলের হয়ে খেলতে চান এসেক্সের রবিন পূর্ববর্তী

বাংলাদেশ দলের হয়ে খেলতে চান এসেক্সের রবিন

আইসিসির 'হাস্যকর' নিয়ম বাতিল পরবর্তী

আইসিসির 'হাস্যকর' নিয়ম বাতিল

কমেন্ট