ফের চোট পেয়ে ছিটকে পড়লেন বার্সার দেম্বেলে

ফের চোট পেয়ে ছিটকে পড়লেন বার্সার দেম্বেলে

অবশেষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন বার্সেলোনার উসমান দেম্বেলে। ফলে একাদশ সাজাতে কিছু সমস্যায় পড়তে পারেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে। কেননা আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে আছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। জানা গেছে, গত শুক্রবার লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওয়ের কাছে হারের পর সোমবার দেম্বেলের পরীক্ষা করা হয়। এরপরে তার বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়ার কথা ক্লাবটির ওয়েবসাইটে জানানো হয়। উল্লেখ্য, ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার পর এ নিয়ে ষষ্ঠবার চোটে পড়লেন দেম্বেলে। সবমিলিয়ে তিনি মাঠের বাইরে ছিলেন ২৫৩ দিন। মোট ৫৪টি ম্যাচ মিস করেছেন এই তারকা। এ সময়ের মধ্যে বার্সেলোনা ম্যাচ খেলেছে ১২০টি। কিন্তু তিনি খেলতে পেরেছেন মাত্র ৫৫ শতাংশ ম্যাচ।
যে কারণে বাংলাদেশ নিয়ে এত আগ্রহী ডমিঙ্গো পূর্ববর্তী

যে কারণে বাংলাদেশ নিয়ে এত আগ্রহী ডমিঙ্গো

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল পিএসজি পরবর্তী

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল পিএসজি

কমেন্ট