ফেসবুক লিখে দেবে মনের কথা!

ফেসবুক লিখে দেবে মনের কথা!

নিউরন থেকে সরাসরি মানুষের ভাবনা-চিন্তা সংগ্রহ করে যদি অক্ষরে রূপান্তরিত করা যায় তাহলে কেমন হয়? এ রকমই এক প্রযুক্তি নিয়ে কাজ করছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মানুষের মস্তিষ্কের ভাবনা বোঝার ডিভাইস আবিষ্কার করতে ২০১৭ সালে ঘোষণা দেওয়ার পর এক বছরের মধ্যে ব্রেইন-মেশিন ইন্টারফেস গবেষণায় বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি। পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সাহায্য করতে পরীক্ষামূলকভাবে মনের কথা লেখার এই প্রযুক্তি আনতে যাচ্ছে ফেসবুক। মস্তিষ্কের সংকেত ডিকোড করে অক্ষরে রূপান্তর করা হবে। যুক্তরাষ্ট্রের ছোট স্টার্ট-আপ প্রতিষ্ঠান সিটিআরএল ল্যাব রিস্টব্যান্ড জাতীয় একটি ডিভাইস নিয়ে কাজ করছে। তারা এখন ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছে। তাদের দাবি, এই ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হবে মানব মস্তিষ্ক! ফেসবুক নিজেদের বার্ষিক সভায় নতুন নিউরাল সেন্সর নিয়ে আলোচনা করেছে। কর্মীদের উদ্দেশে পাঠানো একটি অডিও রেকর্ডে এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এর আগে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করার কথা ঘোষণা করেন।
নতুন ছয় ফিচার ইউটিউবে পূর্ববর্তী

নতুন ছয় ফিচার ইউটিউবে

৪০০ বছর পর আজ মহাকাশে এত কাছাকাছি শনি-বৃহস্পতি পরবর্তী

৪০০ বছর পর আজ মহাকাশে এত কাছাকাছি শনি-বৃহস্পতি

কমেন্ট