'ফ্রান্সের এই দলের মানসিকতা অনেক দৃঢ়'

'ফ্রান্সের এই দলের মানসিকতা অনেক দৃঢ়'

দুই বছর আগে ২০১৬ ইউরো টুর্নামেন্টে পর্তুগালের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার দুঃখ এখনও ভুলতে পারেনি ফরাসিরা। এখনও নাকি সেই দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় দিদিয়ের দেশ্যম এবং তার শিষ্যদের। রাশিয়া বিশ্বকাপে আরও একটি শিরোপা জয়ের সুযোগ তাদের সামনে। রবিবারের ফাইনালের আগমুহূর্তে ফ্রান্স অধিনায়ক অলিভার গিরুদ বললেন, আগেন চেয়ে এই দলটির মানসিক দৃঢ়তা অনেক বেশি। আগামী ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের নেতৃত্ব দিবেন ৩১ বছর বয়সি গিরুদ। গ্রুপ পর্বে পেরুর বিপক্ষে ম্যাচ থেকে ওসমানে ডেম্বেলের পরিবর্তিত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। নক-আউট পর্বে আর্জেন্টিনা, উরুগুয়ে ও বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত নৈপূণ্য লেস ব্লুসদের বিশ্বকাপ শিরোপা জয়ের ফেভারিট বানিয়ে দিয়েছে। ফেবারিটের মতোই ফাইনালে উঠেছে তারা। গিরুদ বলেন, আন্তর্জাতিক মঞ্চে আরেকটি সুযোগ নস্ট করতে চায় না ফ্রান্স। তিনি বলেন, 'এটি আলাদা। (ইউরোতে) আমরা যখন জার্মানির বিপক্ষে সেমি-ফাইনালে জিতেছিলাম, তখন অতিমাত্রায় আনন্দিত হয়ে পড়েছিলাম। আর বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে জয়ের প্রেক্ষাপট আলাদা। ওই জয়ের পর এখন আমাদের একইরকম অনুভূতি হচ্ছে না।' কারণ ব্যাখ্যা করে গিরুদ আরও বলেন, 'আমাদের সামনে এখনো একটি ম্যাচ বাকী আছে, যাতে জয় পেতে হবে। যে কারণে আমাদের কাজ পরিপূর্ণ করার জন্য ওই ম্যাচেই পুরোপুরি মনযোগ দিতে হবে। আমরা এখন সেভাবেই মনোযোগী। যে কারণে এটি আলাদা। এখানে পৌছানোর জন্য আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এই সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করা যাবেনা।'
তৃতীয় হওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি ইংল্যান্ড-বেলজিয়াম পূর্ববর্তী

তৃতীয় হওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি ইংল্যান্ড-বেলজিয়াম

এমবাপের আচরণ পছন্দ নয় ক্লাব সতীর্থের পরবর্তী

এমবাপের আচরণ পছন্দ নয় ক্লাব সতীর্থের

কমেন্ট