ফ্রান্স, ইতালির জয়ের রাতে জার্মানির গোল উৎসব

ফ্রান্স, ইতালির জয়ের রাতে জার্মানির গোল উৎসব

ইউরো ২০২০ এর আগে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিয়ে চলছে জার্মানি। বাছাইপর্বে জয়ের ধারা ধরে রেখেছে দলটি। গতকাল এস্তোনিয়ার জালে গোল উৎসব করেছে জোয়া কিম লোর শিষ্যরা। একই রাতে আগের ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ের পথে ফিরেছে গত আসরের রানার্সআপ ফ্রান্স। ঘরের মাঠে মঙ্গলবার রাতে এস্তোনিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়ে বাছাই শুরু করা প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়নরা গত রাউন্ডে বেলারুশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল। ‘সি’ গ্রুপের ম্যাচে মাইন্সের ওপেল অ্যারেনায় প্রথমার্ধেই এস্তোনিয়ার জালে পাঁচবার বল পাঠায় জার্মানি। দশম মিনিটে ছয় গজ দূরে ফাঁকায় বল পেয়ে দলকে এগিয়ে নেন মার্কো রয়েস। সাত মিনিট পর সের্গে জিনাব্রির গোলের পর ২২তম মিনিটে হেডে ব্যবধান আরও বাড়ান লেয়ন গোরেটস্কা। ২৬তম মিনিটে ইলকাই গিনদোয়ানের সফল স্পট কিকের ১০ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন বরুশিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড রয়েস। ৬২তম মিনিটে টোকা দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার জিনাব্রি। দলটির শেষ দুটি গোল করেন টিমো ভেরনার ও লেরয় সানে। ইউরো বাছাইয়ের অপর ম্যাচে অ্যান্ডোরার মাঠে প্রথমার্ধে তিন গোল করা ফ্রান্স জিতেছে ৪-০ গোলে। আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে বাছাই শুরু করা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা গত শনিবার তুরস্কের মাঠে ২-০ গোলে হেরে যায়। অপর ম্যাচে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইতালি।
ইনজুরিতে বিশ্বকাপ শেষ স্টয়নিসের! ফিরছেন মার্শ পূর্ববর্তী

ইনজুরিতে বিশ্বকাপ শেষ স্টয়নিসের! ফিরছেন মার্শ

বিস্ফোরক রাসেলকে নিয়ে ভয় নেই বাংলাদেশের পরবর্তী

বিস্ফোরক রাসেলকে নিয়ে ভয় নেই বাংলাদেশের

কমেন্ট