'বঙ্গবন্ধু রাজনৈতিক ও শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি এনেছেন'

'বঙ্গবন্ধু রাজনৈতিক ও শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি এনেছেন'

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের রাজনৈতিক মুক্তি এনে দিয়েছেন এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন। বাংলাদেশ এখন বিশ্বের কাছে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। মন্ত্রী আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে নির্মিত দুটি ব্রিজ-কালভার্টের উদ্বোধন উপলক্ষে মোহনপুর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন, দেশের কোনো রাস্তায় বাঁশের সাঁকো থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেক ইউনিয়নে দু’টি করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আরো ১৫ হাজার ব্রিজ নির্মাণের প্রস্তুতি চলছে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন বাস্তবায়নে গ্রাম ও শহরের উন্নয়নে সমতা আনা হচ্ছে। সড়ক যোগাযোগের উন্নতির ফলে যেকোনো দুর্যোগের সাথে সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানো ও ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসায় মতলবের উন্নতি হয়েছে। মতলবে অর্থনৈতিক জোন হচ্ছে, আইসিটি পার্ক হচ্ছে। তিনি আরো বলেন, আগামী জুন মাসের মধ্যে মতলবের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো হবে।
নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সকল সূচক অর্জন করেছে বাংলাদেশ পূর্ববর্তী

নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সকল সূচক অর্জন করেছে বাংলাদেশ

শিক্ষার হার শতভাগে আনতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী পরবর্তী

শিক্ষার হার শতভাগে আনতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী

কমেন্ট