বদলে যাওয়া সারাকে চিনতে পারেননি মা-ও!

বদলে যাওয়া সারাকে চিনতে পারেননি মা-ও!

সারা আলি খান নিজের প্রথম সিনেমায় অভিনয়-দক্ষতা দিয়ে মন জয় করেছেন অসংখ্য দর্শকের। চিত্রসমালোচকরাও সারার প্রশংসায় পঞ্চমুখ। বক্স অফিসেও আশানুরূপ ফল পাচ্ছে এ সিনেমা। গত ৭ ডিসেম্বর মুক্তি পায় অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’। চলচ্চিত্র অঙ্গনের সবাই সারার অভিনয়ের প্রশংসা করেছেন। চিত্রসমালোচক শৈবাল চক্রবর্তী সারা আলি খানকে সিনেমার ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়, ‘কোনো কোনো জায়গায় সুশান্তকেও ছাপিয়ে গিয়েছেন সারা।’ এ ছবিতে সারা জুটি বেঁধেছেন ‘কাই পো চি’ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। মা-বাবার মতোই একসময় বলিউডে অভিনয় করার স্বপ্ন দেখতেন সাইফ-অমৃতার কন্যা। মা অমৃতা সিংকে সে কথা জানিয়েছিলেনও। আর সে কথা শোনামাত্র প্রথমেই সারাকে ওজন কমানোর পরামর্শ দিয়েছিলেন অমৃতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেইসব দিনের কথাই জানিয়েছেন বলিউডে নবাগত সারা। বলেছেন, যখন তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তখনই তাঁর চিত্তে অভিনয় দোলা দিয়েছিল। যা হোক, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আক্রান্ত ছিলেন সারা, যে কারণে তাঁর ওজন হয়েছিল ৯৬ কেজি; আর শারীরিক এ গড়ন নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না বলেও জানতেন তিনি। তাই সপ্তাহের সাত দিনই জিমে সময় দিয়েছেন। খাবারের তালিকা থেকে বাদ দিয়েছেন পছন্দের পিৎজাও। এভাবে মাত্র দেড় বছরে ওজন কমিয়েছেন ৩০ কেজি। ওজন কমিয়ে ছিপছিপে গড়নে চমকে দিয়েছিলেন তাঁর মা অমৃতা সিংকেও। সারা বলেন, ‘নিয়মমাফিক জীবনযাপন আর বেশ কিছুটা ওয়ার্কআউট—এই সবকিছুর জন্যই আমি তাড়াতাড়ি রোগা হতে পেরেছি।’ কিন্তু ওজন কমানোর পর যে বিড়ম্বনা হবে, তা আঁচ করতে পারেননি সারা আলি খান। যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই যাওয়ার পর বিমানবন্দরে তাঁকে চিনতেই পারেননি অমৃতা সিং। স্পটবয় ডটকমকে দেওয়া ওই সাক্ষাৎকারে সারা বলেন, স্যুটকেস দেখে মা তাঁকে চিনতে পেরেছিলেন, এতটাই বদলে গিয়েছিল চেহারা। ‘বিমানবন্দরে স্যুটকেস দেখেই আমাকে চিনতে পেরেছিল মা, একদম বদলে গিয়েছিলাম আমি। অবশ্যই ৩০ কেজি ওজন কমে গিয়েছিল, আর লুক তো বদলে যাবেই,’ বলেন সারা। বলিউডে অভিষেকের পর খুব দ্রুতই মুক্তি পাচ্ছে সারার দ্বিতীয় সিনেমা ‘সিম্বা’। এ ছবিতে সারা জুটি বেঁধেছেন সদ্য বিবাহিত রণবীর সিংয়ের সঙ্গে। আগামী ২৮ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।
দাঁত হলুদ কেন, অনলাইনে স্বস্তিকা আক্রমণ পূর্ববর্তী

দাঁত হলুদ কেন, অনলাইনে স্বস্তিকা আক্রমণ

তৃতীয় সপ্তাহে ৮০ হলে ‘দহন’ পরবর্তী

তৃতীয় সপ্তাহে ৮০ হলে ‘দহন’

কমেন্ট