‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি নিহত

‘বন্দুকযুদ্ধে’ গণধর্ষণ মামলার আসামি নিহত

ময়মনসিংহ জেলার ভালুকার কৈয়াদী সোনাউল্লাহ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী গণধর্ষণ মামলার অন্যতম আসামি সাইফুল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সোমবার রাত ১টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার কৈয়াদী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, সোমবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ডিবি এবং ভালুকা থানা পুলিশ গণধর্ষণ মামলার আসামিদেরকে ধরতে ভালুকার হাতিবেড় এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে, পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে আসামিরা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশীকালে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুলকে উদ্ধার করে ময়মননসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে। নিহত সাইফুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
ছাত্রদের সঙ্গে সমকামিতা, ছাত্রীদের সঙ্গে যৌন নিপীড়ন! পূর্ববর্তী

ছাত্রদের সঙ্গে সমকামিতা, ছাত্রীদের সঙ্গে যৌন নিপীড়ন!

রিফাত শরীফ হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার, গ্রেপ্তার আরো ১ পরবর্তী

রিফাত শরীফ হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার, গ্রেপ্তার আরো ১

কমেন্ট