বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে আরো তিনজনকে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার যাত্রাপুর চাপাড়বাড়ি এলাকায় সংঘটিত এ বন্দুকযুদ্ধে নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (২৬)। তিনি সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার বাসিন্দা। আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার আকাশ মিয়া (২৭), সরাইল উপজেলার নাথপাড়া এলাকার হৃদয় মিয়া (২৫) ও উচালিয়াপাড়া এলাকার আশরাফুল ইসলাম (২৫)। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ দাবি করেন, গতকাল রাতে আশুগঞ্জ থানা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে একটি দল ডাকাত দলকে ধরার জন্য যাত্রাপুরের চাপাড়বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। ‘পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য আকাশ, হৃদয় ও আশরাফুলকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামের মরদেহ পাওয়া যায়।’ এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন দাবি করে ওসি জাবেদ আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
কিশোরীকে তুলে নিয়ে ‘গণধর্ষণ’, বৈঠক থেকে আটক ৩ পূর্ববর্তী

কিশোরীকে তুলে নিয়ে ‘গণধর্ষণ’, বৈঠক থেকে আটক ৩

ফেনীতে ফাঁসির মঞ্চ নেই, কুমিল্লা ও চট্টগ্রামে নেয়া হচ্ছে নুসরাতের খুনিদের পরবর্তী

ফেনীতে ফাঁসির মঞ্চ নেই, কুমিল্লা ও চট্টগ্রামে নেয়া হচ্ছে নুসরাতের খুনিদের

কমেন্ট