‘বন্দুকযুদ্ধে’ নিহত নুরুই সেই ক্যাপ পরা কিলার

‘বন্দুকযুদ্ধে’ নিহত নুরুই সেই ক্যাপ পরা কিলার

রাজধানীর বনানীতে গত ১৪ নভেম্বর রাতে খুন হন এমএস মুন্সি ওভারসিজ (রিক্রুটিং এজেন্সি) প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০)। বনানীর ৪ নম্বর রোডের বি-ব্লকের ১১৩ নম্বর বাড়িতে এ হত্যাকাণ্ডের পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদেরই একজন নুরুল ইসলাম নুরু রোববার ভোরে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে বাড্ডা থানার পুলিশ ও উত্তরের ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ডিবি পুলিশের এডিসি শাহজাহান সাজু পরিবর্তন ডটকমকে জানান, নুরু একজন দুর্ধর্ষ কিলার হিসেবে পরিচিত। গত নভেম্বরে ব্যবসায়ী সিদ্দিক হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। সিদ্দিক হত্যার ঘটনায় ওই বাসার সিসি টিভির ভিডিও ফুটেজে যাদের ছবি প্রকাশ করা হয়েছিল, তাদের মধ্যে মাথায় ক্যাপ পরা ব্যক্তিটিই হলেন কিলার নুরু। তাকে ডিবিসহ অন্যান্য সংস্থা এতদিন খোঁজ করছিল। ডিবির এই কর্মকর্তা জানান, ঘটনাচক্রে নুরুকে শনিবার আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় জনতা গণপিটুনির পর পুলিশে দেয়। পরে তাকে নিয়ে পুলিশ বাড্ডা এলাকায় অভিযানে গেলে নুরুর সহযোগীরা ডিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে পাল্টা গুলি চালায় ডিবি। সেখানে নুরু গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শনিবার আহত অবস্থায় নুরুকে আটক করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে রাতে তাকে নিয়ে ডিবি বাড্ডার সাতারকুলে অভিযানে যায়। সেখানেই বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ হন তিনি। তিনি আরও জানান, এখন পর্যন্ত হত্যাসহ বিভিন্ন থানায় নুরুর বিরুদ্ধে ১০টি মামলার সন্ধান পাওয়া গেছে। তিনি একজন পেশাদার খুনি ছিলেন।
অটোরিকশা থেকে নামিয়ে নারী চিকিৎসককে গণধর্ষণ পূর্ববর্তী

অটোরিকশা থেকে নামিয়ে নারী চিকিৎসককে গণধর্ষণ

কুমিল্লায় প্রকাশ্যে তরুণীকে চড় থাপ্পড়ের ভিডিও ভাইরাল (ভিডিওসহ) পরবর্তী

কুমিল্লায় প্রকাশ্যে তরুণীকে চড় থাপ্পড়ের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

কমেন্ট