‘বন্দুকযুদ্ধে’ ৫ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

‘বন্দুকযুদ্ধে’ ৫ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুষ্টিয়া, নাটোর, যশোর ও লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ও আজ বুধবার ভোররাতে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এর মধ্যে কুষ্টিয়ায় দুজন এবং নাটোর, যশোর ও লক্ষ্মীপুরে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাকি দুজন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এর মধ্যে কুষ্টিয়ায় মিরপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাব। আজ বুধবার ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহ বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাইমিনুল আহমেদ। নিহতরা হলেন ফুটু ওরফে মুন্না (৪০) ও রাসেল আহম্মেদ (৩০)। উভয়ই কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকার বাসিন্দা। র‍্যাবের দাবি, তাঁরা জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে র‌্যাব অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাহিমালী এলাকার কাঁচা রাস্তায় এ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। র‍্যাবের আরো দাবি, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ওসমান গণি একজন মাদক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় মনজুর আহমেদ ও এনামুল হক নামের দুই র‌্যাব সদস্যও আহত হন বলে দাবি করেছে র‌্যাব। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আসামি ছিনতাইয়ের সময় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে উপজেলার চরপাতা ইউনিয়নের সিংয়েরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল (৩২)। তিনি উপজেলার দেনায়েতপুর গ্রামের বাসিন্দা। পুলিশ দাবি করেছে, তিনি একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকের ছয়টি মামলাসহ ২২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি গুলি, ছয়টি গুলির খোসা ও তিনশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যশোরের মনিরামপুর উপজেলায় দুই দল ডাকাতের মধ্যে কথিত গোলাগুলির সময় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকার এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। মনিরামপুর থানার ওসি মোকাররম হোসেন দাবি করেন, আজ ভোরে কোদলাপাড়া জামতলা এলাকার রাস্তার পাশ থেকে ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে খেদাপাড়া ফাঁড়ির পুলিশ। দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধের সময় গুলিবিদ্ধ হয়ে ওই যুবক মারা গেছে বলে ধারণা করছেন তিনি। পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও মোহরার আটক পূর্ববর্তী

ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ও মোহরার আটক

ঢাকায় ‘ধর্ষণ শিকার’ শিশু হাসপাতালে পরবর্তী

ঢাকায় ‘ধর্ষণ শিকার’ শিশু হাসপাতালে

কমেন্ট