বন্ধ হয়ে যাচ্ছে গুগল প্লাস

বন্ধ হয়ে যাচ্ছে গুগল প্লাস

গুগলের সামাজিক যোগাযোগমাধ্যম ‘গুগল প্লাস’ আগামী ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘গুগল প্লাস’ জনপ্রিয় করার চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি। তবে তাতে সফল না হয়ে শেষ পর্যন্ত তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। বন্ধ হওয়ার আগে থেকেই গুগল প্লাস ব্যবহারকারীরা ৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লাসে আর নতুন কোনো প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরি করতে পারবেন না। ২০১১ সালে গুগল প্লাসের যাত্রা শুরু হয়। তবে গুগল প্লাস বন্ধ হয়ে গেলেও গুগল ফটোতে ব্যাকআপ হিসেবে রাখা ছবি ও ভিডিও মুছে যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও এক হাজার ২৭৯টি পর্নসাইট বন্ধ পূর্ববর্তী

আরও এক হাজার ২৭৯টি পর্নসাইট বন্ধ

প্রতিদিন ৮ হাজার ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু হয় পরবর্তী

প্রতিদিন ৮ হাজার ফেসবুক ব্যবহারকারীর মৃত্যু হয়

কমেন্ট