বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার কৃষক পেল বিনামূল্যের কৃষি উপকরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার কৃষক পেল বিনামূল্যের কৃষি উপকরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে বীজ ও সার বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মতর্তা মোসা. নাসরীন পারভীন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান। সূত্র জানায়, উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ১ হাজার কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ১ হাজার ৪ শ কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টা বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ৫ শ কৃষকের প্রত্যেককে ১ কেজি তিল বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ৪ শ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার, ১ শ কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদাম ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার এবং ১০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি ৫০০ গ্রাম সূর্যমুখী বীজ ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭,আহত ১৫ পূর্ববর্তী

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭,আহত ১৫

তূর্ণার চালককে বাঁচাতে রাজনীতি! পরবর্তী

তূর্ণার চালককে বাঁচাতে রাজনীতি!

কমেন্ট