বন অফিস নৌচালকের লাশ ভাসছিল মাদার নদীতে

বন অফিস নৌচালকের লাশ ভাসছিল মাদার নদীতে

সাতক্ষীরার শ্যামনগর থানার পুলিশ কৈখালী বনস্টেশন অফিসে নিয়োজিত নৌচালক নবাব আলীর গাজী (৬৫) ভাসমান লাশ পাওয়া গেছে নদীতে। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ভেটখালী কোস্টগার্ড অফিসসংলগ্ন মাদার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নবাব আলী পূর্ব কৈখালী গ্রামের মৃত আব্দুল মজিদ গাজীর ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর কাছে খবর পেয়ে মাদার নদী থেকে ওই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। কৈখালী বন স্টেশন কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নবাব আলী চুক্তিভিত্তিতে (অন পেমেন্ট) অফিসে নৌচালক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে কৈখালী বন অফিসে নৌচালক হিসেবে কর্মরত ছিলেন।
মাসব্যাপী লোকজ উৎসব শুরু সোনারগাঁয়ে পূর্ববর্তী

মাসব্যাপী লোকজ উৎসব শুরু সোনারগাঁয়ে

গাজীপুরে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে পরবর্তী

গাজীপুরে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

কমেন্ট